শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে হাজী সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্র-ছাত্রীদের রুহের মাগফেরাত ও বন্যা কবলিত মানুষের সুস্থতা কামনা করে বিশেষ মিলাদ-দোয়া মোনাজাত করা হয়েছে। শনিবার (৩১আগস্ট) দুপুরে আল হারামাইন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার জুয়ানপুর কুঠিরভিটা নামক স্থানে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আল হারামাইন ফাউন্ডেশন গাড়ীদহ মডেল ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ¦ আব্দুস সাত্তার। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ দবিবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা আল হারামাইন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিউল ইসলাম, হজ এজেন্সির মালিক ডা. আব্দুল মান্নান, আবুল খায়ের, গাড়ীদহ ইউনিয়ন আল হারামাইন ফাউন্ডেশনের সহ-সভাপতি আব্দুল আজিজ, আনিছুর রহমান, মোহায়মিনুল ইসলাম, সাধারণ সম্পাদক বায়েজীদ হোসেন, কোষাধ্যক্ষ ফরিদ উদ্দিন, প্রচার সম্পাদক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে গাড়ীদহ ইউনিয়নের নয়টি ওয়ার্ডে আল হারামাইন ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে বক্তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে মুক্ত জীবন পেয়েছেন দাবি করে বলেন, আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা বিগত সতের বছর স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছেন। দেশটাকে কারাগারে পরিণত করা হয়েছিল। ভোটাধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। বিরোধীদলের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন চালানো হয়েছে। আয়নাঘর তৈরী করে তাদের সেখানে দিনের পর পর বন্দি রেখে অমানবিক আচারণ করা হয়েছে। তবে ছাত্র-জনতার আন্দোলন বিজয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে। চৌদ্দ কোটি মানুষ মুক্ত জীবন পেয়েছেন বলে জানান তারা। শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্র-ছাত্রীদের রুহের মাগফেরাত ও বন্যা কবলিত মানুষের সুস্থতা কামনা করে বিশেষ মিলাদ-দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমির আলহাজ¦ মাওলানা দবিবুর রহমান।
Check Also
দুপচাঁচিয়ায় পুলিশের অভিযান চার জুয়াড়ি গ্রেপ্তার
দুপচাঁচিয়া( বগুড়া)সংবাদদাতা: বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে …