Bogura Sherpur Online News Paper

বিনোদন

মেকআপ ছাড়া শ্রাবন্তী বেশি সুন্দর

শেরপুর নিউজ ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। মঙ্গলবার (১৩ আগস্ট) ছিল তার জন্মদিন। এদিন ৩৭ বছর পূর্ণ করেন এই অভিনেত্রী। তার পরবর্তী সিনেমা ‘দেবী চৌধুরানী’। এটি পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র। বিশেষ দিনে ‘কথিত’ প্রেমিকা শ্রাবন্তীকে নিয়ে কলম ধরলেন এই নির্মাতা।

শ্রাবন্তীর সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গ টেনে শুভ্রজিৎ ভারতীয় একটি গণমাধ্যমে লেখেন, গিন্টুর (শ্রাবন্তীর ডাক নাম) জন্মদিনে আমি শহরে নেই। এই মুহূর্তে আমি দিল্লিতে রয়েছি। ওর সঙ্গে আমার প্রথম আলাপ প্রায় বছর দশেক আগে। কোনো একটা কাজের সূত্রেই আমাদের দেখা। তারপর সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়। জন্মদিনে ওকে নিয়ে নানা স্মৃতিই মাথায় ভিড় করে আসছে। মেকআপ ছাড়া শ্রাবন্তী বেশি সুন্দর।

শ্রাবন্তীর রূপ ও অভিনয় দক্ষতা ব্যাখ্যা করে শুভ্রজিৎ লেখেন, গিন্টু খুব শক্তিশালী অভিনেত্রী। আমার মতে, ওকে এখনো সেইভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে এক্সপ্লোর করা হয়নি। মেকআপ ছাড়া ওর মতো সুন্দরী অভিনেত্রী আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কমই রয়েছেন। আমার পরিচালনায় ‘দেবী চৌধুরানী’ সিনেমার নাম ভূমিকায় ও অভিনয় করেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বর্ণনার সঙ্গে গিন্টুর লুক একেবারে মিলে যায়। তারচেয়েও বড় কথা, ওর লুকের মধ্যে একটা বাঙালিয়ানা রয়েছে, যেটা এই চরিত্রের অন্যতম শর্ত ছিল। সেই ভাবনা থেকেই এই সিনেমায় ওকে নির্বাচন করি। শুটিংয়ের আগে ইন্ডাস্ট্রির প্রথম সারির একাধিক অভিনেত্রী এই চরিত্রে অভিনয় করতে চেয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন। সত্যি বলছি, যে ভাবনা থেকে আমি গিন্টুকে বেছে নিই, এই সিনেমায় ও তার থেকেও আরো বেশি কিছু দিয়েছেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us