Home / অন্যরকম খবর / এক আম গাছের দাম ৫০ হাজার টাকা!

এক আম গাছের দাম ৫০ হাজার টাকা!

শেরপুর নিউজ ডেস্ক: ফরিদপুরে বৃক্ষ মেলায় একটি আম গাছের দাম হাঁকা হচ্ছে ৫০ হাজার টাকা। মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের নজর কাড়ছে থোকায় থোকায় ধরে থাকা ‘চিয়াং মাই’ জাতের আম গাছটি।

আম গাছের গায়ে দাম দাম সাঁটানো আছে ৫০ হাজার টাকা। অনেকে আম গাছের ছবি তুলছেন। আম গাছের দাম নিয়ে ইতোমধ্যে শহরজুড়ে চলছে আলোচনা। অনেকে বলছেন একটি আম গাছের দাম এতো হয় কেমন করে।

ফরিদপুর নার্সারি নামের স্টলটিতে থাইল্যান্ডের ‘চিয়াং মাই’ জাতের এই আম গাছটির দেখা মিলেছে। গাছে থোকায় থোকায় ঝুলছে আম। আমগুলো দেখতে লম্বা আকৃতির।

দোকানিরা জানান, এ আম খুব সুস্বাদু ও রসালো। তাছাড়া প্রতিটি আম প্রায় এক ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আমের রং অনেকটাই গোলাপি ধরনের।

বিক্রেতারা জানান, মেলায় ফল গাছের মধ্যে এ গাছটির দাম সর্বোচ্চ। আর এই গাছটিকে দেখার জন্য বৃক্ষ মেলায় আগত দর্শনার্থীরা স্টলটিতে ভিড় করছেন।

Check Also

১০২ বছর বয়সে স্কাইডাইভ করে বিশ্ব রেকর্ড বৃটিশ নারীর

শেরপুর নিউজ ডেস্ক: ১০২ বছর বয়সী মানেট বেইলি প্রমাণ করেছেন যে বয়স কেবলই একটি সংখ্যা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 4 =

Contact Us