Home / বিদেশের খবর / বিশ্বের উচ্চতম ভোটকেন্দ্র

বিশ্বের উচ্চতম ভোটকেন্দ্র

শেরপুর নিউজ ডেস্ক: শনিবার ভোটগ্রহণ ছিল বিশ্বের উচ্চতম ভোটগ্রহণ কেন্দ্রেও। গণতন্ত্রের উৎসবে যখন সামিল গোটা ভারত সেই উৎসবের রেশ ছুঁয়ে গেলো হিমাচলপ্রদেশের লাহোল-স্পিতি জেলার গ্রাম তাশিগাঁওকেও। এখানেই রয়েছে বিশ্বের উচ্চতম ভোটকেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ২৫৬ ফুট উঁচুতে অবস্থিত এই কেন্দ্রে ভোটারসংখ্যা মাত্র ৬২ জন। স্পিতি উপত্যকা পর্যটকদের কাছে বেশ পরিচিত নাম, সেখানেই অবস্থিত তাশিগাঁও লোকসভা কেন্দ্রের নাম মান্ডি। ২০১৯ সালের লোকসভা ভোটে ১০০% ভোট পড়েছিল ওই ভোটগ্রহণ কেন্দ্রে। চীন সীমান্তে অবস্থিত হওয়ার জন্য তাশিগাঁওকে স্পর্শকাতর বুথ হিসাবে ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার জন্য ১৬৮ জন পুলিশ এবং আধা সামরিক বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে এই এলাকায় রয়েছে ২৯টি ভোটকেন্দ্র। যার মধ্যে তিনটি আবার ‘গোলাপি’। অর্থাৎ সম্পূর্ণ নারী কর্মী-অফিসারদের দ্বারা চালিত।

তাশিগাঁওয়ের মানুষদের এ বারের দাবি চাকরির, কৃষিকাজ করে আর চলছে না। এছাড়াও পানির সমস্যা, রাস্তাঘাটের উন্নতিও হোক এমনটা তাদের এবারের দাবি। কারণ দুর্গম পাহাড়ের উপরে সবচেয়ে উঁচু ভোটকেন্দ্র হওয়ায় তারা যতই ইতিহাসে নাম লেখাক বা নজির গড়ুক, অস্তিত্বের জন্য সংগ্রামটাও তাদের কম নয়, সেখানেই তারা পাশে পেতে চান পরবর্তী সাংসদকে। এবারেও কার্যতই যেন উৎসবের আমেজ রয়েছে তাশিগাঁওয়ে। ভোটারদের জন্য ছিল স্পেশাল লাঞ্চের ব্যবস্থা। গ্রামবাসীরা নিজেরাই হাত লাগান ভোটকেন্দ্রটিকে সাজাতে। ২০২১ সালে প্রথমবার এখানে ভোট হয়েছিল। তার পর থেকে প্রতিবারই এই ভোটকেন্দ্রে ভোট পড়েছে একশো শতাংশ। এবারও ৩৭ জন পুরুষ ও ২৫ জন নারী ভোটাররা সকলেই জনমত প্রদান করেন।

Check Also

প্রথম নারী প্রধান বিচারপতি পেল দ. আফ্রিকা

শেরপুর নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রথম প্রধান নারী বিচারক হিসেবে নিযুক্ত হলেন মান্দিসা মায়া। বৃহস্পতিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + five =

Contact Us