Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় স্কুল ব্যাগে মিলল ৫২০০ পিস ইয়াবা

বগুড়ায় স্কুল ব্যাগে মিলল ৫২০০ পিস ইয়াবা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় স্কুল ব্যাগ থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (১৮ মে) ভোররাত চারটার দিকে সদর উপজেলার গোকুল এলাকায় বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম ওয়ালিউল আলী সরদার। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সরদারপাড়া এলাকার হারুন অর রশিদের ছেলে। তবে সে বর্তমানে নীলফামারীত সৈয়দপুর ক্যান্টনমেন্ট এলাকায় ভাড়া বাসায় থাকতো। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রাজিউর রহমান।

এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ঢাকা থেকে পঞ্চগড়গামী হানিফ পরিবহনের এক যাত্রী বিপুল ইয়াবা নিয়ে যাচ্ছেন। এই সংবাদের ভিত্তিতে ভোররাতে গোকুল এলাকায় চেকপোস্ট বসিয়ে হানিফ পরিবহনে তল্লাশি চালানো হয়৷ এসময় জি-৪ এর আসনে বসে থাকা ওয়ালিউল আলী সরদারের কাছে থাকা স্কুল ব্যাগ থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Check Also

বগুড়ায় পরকীয়া প্রেমিকাকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার সোনাতলায় পরকীয়া প্রেমিকা জয়তারা বেগমকে হত্যার দায়ে আসামি হবিবর রহমান মন্ডলকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =

Contact Us