Home / পড়াশোনা / অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

শেরপুর নিউজ ডেস্ক: চলমান তীব্র তাপপ্রবাহের কারণে অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। আজ রোববার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের উপর দিয়ে প্রবাহমান তীব্র দাবদাহের (হিট ওয়েভ) কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।

বর্তমানে প্রচলিত ১০ শতাংশ অনলাইন ক্লাসের পরিবর্তে শতভাগ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে এবং পরীক্ষাসমূহ চলমান থাকবে। বিজ্ঞপ্তিতে কোন শিক্ষার্থী হল অথবা বাসার বাইরে আসতে চাইলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে চলাফেরার জন্য পরামর্শও দেয়া হয়।

১. সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা

২. যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা

৩. বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা

৪. বিশুদ্ধ পানি পান করা, প্রয়োজনে লবণযুক্ত তরল; যেমন- খাবার স্যালাইন ইত্যাদি পান করা

৫. তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন- চা ও কফি পান থেকে বিরত থাকা

Check Also

একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ

শেরপুর নিউজ ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা প্রকাশ করেছে। নীতিমালা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 8 =

Contact Us