সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ৬ বলে ৬ ছক্কা হাঁকানোর কীর্তি গড়লেন দিপেন্দ্র সিং

৬ বলে ৬ ছক্কা হাঁকানোর কীর্তি গড়লেন দিপেন্দ্র সিং

শেরপুর ডেস্ক: ক্রিকেট ক্যারিয়ারে ভয়াবহ দুঃস্বপ্ন দেখলেন কাতারের বোলার কামরান খান। তাকে এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়ে লজ্জায় ডোবালেন নেপালের ব্যাটার দিপেন্দ্র সিং অ্যাইরি। এ নিয়ে আন্তজার্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৬ বলে ৬ ছক্কা হাঁকানোর কীর্তি গড়লেন দিপেন্দ্র।

সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে সর্বপ্রথম এক ওভারে ৬ ছক্কা হাঁকানোর কীর্তি ভারতের যুবরাজ সিংয়ের। ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের ওভারে ৬টি ছক্কা হাঁকান এই ভারতীয়। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার স্পিনার ধনাঞ্জয়াকে ৬ ছক্কা হাঁকান ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড।
শনিবার এসিসি প্রিমিয়ার কাপের গ্রুপ-এ’র খেলার কাতারের বিপক্ষে মাঠে নামে নেপাল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেপাল।

নেপালের ইনিংসে শেষ ওভারের ঘটনা। বল হাতে আসলেন কামরান; স্ট্রাইকে দিপেন্দ্র। টানা ৬ বলের ৬টিকেই আকাশে ভাসিয়ে বাউন্ডারি লাইনের বাইরে ফেললেন দিপেন্দ্র। এক ওভারে ৩৬ রান নিয়ে তিনি দলের স্কোর ঠেকান ৭ উইকেটে ২১০ রানে।

এই ম্যাচে ১৯ বলে ফিফটি করেন দিপেন্দ্র। তখন ইনিংসের বাকি আরও ২ বল। ওই ২ বলে ২ ছক্কা হাঁকিয়ে নিজের স্কোর দাঁড় করান ২১ বলে ৬৪ রানে।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭৮ রান করে কাতার। ফলে ৩২ রানের জয় পায় নেপাল।

Check Also

ধুনটের ছাতিয়ানীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সিরাজগঞ্জ সদর চ্যাম্পিয়ন

শেরপুর ডেস্ক: বগুড়ায় ধুনটে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ধুনটের ছাতিয়ানী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =

Contact Us