সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর প্রেসক্লাবের ইফতার মাহফিলে-এমপি মজনু দ্রæততম সময়ের মধ্যেই শেরপুর শহরে ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হবে

শেরপুর প্রেসক্লাবের ইফতার মাহফিলে-এমপি মজনু দ্রæততম সময়ের মধ্যেই শেরপুর শহরে ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হবে

 

শেরপুর ডেস্ক: শেরপুর-ধুনটের উন্নয়নে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দাবি করেছেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ মজিবর রহমান মজনু। সোমবার (০১এপ্রিল) সন্ধ্যায় ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ সংগঠনের কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি মজিবর রহমান মজনু আরো বলেন, এই উপজেলার মানুষের প্রাণের দাবি ফ্লাইওভার নির্মাণ। এরইমধ্যে সেটি জাতীয় সংসদে উত্থাপন করেছি দ্রæততম সময়ের মধ্যেই শেরপুর শহরের ধুনটমোড় থেকে হাজীপুর পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের কাজ শুরু হবে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, সাবেক চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুÐু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত বসাক, বিজয়বাংলার সম্পাদক আকরাম হোসাইন, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক আইয়ুব আলী, আবু সাঈদ প্রমূখ বক্তব্য রাখেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন উলিপুর আমেরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বারী।

Check Also

শেরপুরে কালভার্ট নির্মাণ করায় জলাবদ্ধতা অবসান

শেরপুর নিউজ ডেস্ক : বগুড়ার শেরপুরে এক যুগের বেশি সময় পর জলাবদ্ধতা থেকে মুক্ত হলো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =

Contact Us