সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / নন্দীগ্রামে ৪ সন্তানের জননীর আত্মহত্যা

নন্দীগ্রামে ৪ সন্তানের জননীর আত্মহত্যা

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:-বগুড়ার নন্দীগ্রামে নুরুন্নাহার (৩৬) নামে ৪ সন্তানের জননী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের মজনু মিয়ার স্ত্রী।
জানা গেছে, মঙ্গলবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে গৃহবধূ নুরুন্নাহার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন সিএনজি চালিত অটোরিকশা যোগে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসক আসতে দেরি হলে নুরুন্নাহার ছটফট করতে থাকে। এ কারণে পরিবারের লোকজন তাকে দ্রুত বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাবার পথে শাকপালা বাসস্ট্যান্ডে পৌঁছলে অটোরিকশার মধ্যেই তার মৃত্যু ঘটে। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে থানার এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করার পর ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে মরদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করেন। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। বুধবার থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য, পারিবারিক অভাব অনাটনের কারনে সে আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

Check Also

ধুনটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আ. লীগ নেতা নিহত

শেরপুর ডেস্ক: বগুড়া ধুনট উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহত হয়েছেন। বুধবার (২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 4 =

Contact Us