Home / বিদেশের খবর / ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল

ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল

শেরপুর ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুপস্থিতিতে তার মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গত বছরের ৯ মের সহিংসতায় মামলার বিষয়ে সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) শনিবার এ নির্দেশনা দেন। রোববার (২৫ ফেব্রুয়ারি) ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) সাতটি মামলার আগাম জামিনের শুনানির সময় এ নির্দেশনা দেন। এ সময় আদালত তার জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন। আগামী ১ মার্চ পর্যন্ত তার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে।
মামলায় বিচারক আরশাদ জাভেদ শুনানি করেন। এ সময় বলা হয়, আদিয়ালা জেল সুপার হোয়াটসঅ্যাপ বা ভিডিও লিংকের মাধ্যমে ইমরান খানের উপস্থিতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।

বিচারক পর্যবেক্ষণে বলেন, জেল সুপারের আচরণ আদালত অবমাননার শামিল। তবে জেল সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠনের সিদ্ধান্ত নিলে জামিনের আবেদনের সিদ্ধান্ত বিলম্বিত হবে।

এ সময় বিচারক প্রসিকিউশন ও আসামিপক্ষের কাছে অনলাইনে উপস্থিতির বিষয়ে মতামত জানতে চান। এতে ডেপুটি প্রসিকিউটর আব্দুল জব্বার ডোগার আদালতের সিদ্ধান্তের বিরোধিতা করেননি। তিনি বলেন, আবেদনকারী কারাগারে থাকার ঘটনাটি সকলের জানা রয়েছে। ফলে তার উপস্থিতি ছাড়াই আদালতে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রাখাই ভালো হবে। শুনানির পর আদালত প্রসিকিউশন ও আসামিপক্ষকে চূড়ান্ত যুক্তি উপস্থাপনের নির্দেশ দেন। এছাড়া আদালত আগামী ১ মার্চ পর্যন্ত মুলতবি রাখা হয়েছে।

Check Also

ভূমিকম্পের পর মিয়ানমার ও ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 6 =

Contact Us