Home / দেশের খবর / ৯ পৌরসভার ভোটগ্রহণ ৯ মার্চ

৯ পৌরসভার ভোটগ্রহণ ৯ মার্চ

শেরপুর নিউজ ডেস্ক: দেশের ৯টি পৌরসভায় আগামী ৯ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রোববার (২১ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আগামী ৯ মার্চ দেশের ৯টি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ৯ পৌরসভায় ভোটগ্রহণ করতে কমিশন ফাইল অনুমোদন করেছে। এসব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

যেসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে- জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা, পটুয়াখালী পৌরসভা, রাজশাহী জেলার কাটাখালী পৌরসভা, সাতক্ষীরা পৌরসভা, ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ জেলার তাহেরপুর পৌরসভা, বগুড়া জেলার শিবগঞ্জ পৌরসভা ও বরগুনা জেলার আমতলী পৌরসভা।

এর আগে গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয়েছে। একজন প্রার্থী মারা যাওয়ায় নওগাঁ–২ আসনে ভোট গ্রহণ করা হয়নি। নির্বাচনে আওয়ামী লীগ ২২৩, জাতীয় পার্টি ১১, ওয়ার্কার্স পার্টি ১, জাসদ ১, কল্যাণ পার্টি ১ এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে বিজয়ী হয়েছেন।

Check Also

প্রশাসন এবং সরকারের কাছে জনগণ নিরপেক্ষতা প্রত্যাশা করে: উপদেষ্টা নাহিদ

শেরপুর নিউজ ডেস্ক: রাজনৈতিক দল, রাষ্ট্র এবং সরকার—‘বিগত ফ্যাসিজমের সময়’ সব একাকার হয়ে গেছে মন্তব্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 19 =

Contact Us