Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

সান্তাহার পৌর এলাকায় চুরি ও ছিনতাই বাড়ছে!

 

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা এলাকায় চুরি ও ছিনতাই ঘটনা ক্রমেই বাড়ছে, চুরি, ছিনতাই ঘটনা বেড়ে যাওয়ায় পৌরবাসীর মধ্যে আতংক বিরাজ করছে। প্রাপ্ত তথ্যমতে. সম্প্রতি সান্তাহার পৌরসভা এলাকার নামা পোওতা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সোহেল রানার বাসার বেলকনির গ্রীলকেটে দুবৃর্ত্তরা বাসায় ঢুকে প্রায় ৫০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এরপর গত বৃহস্পতিবার ১৭ জুলাই দিবাগত রাতে সান্তাহার পৌরসভা এলাকার উপহার টাওয়ারের সামনে ন্যাটো ফার্মেসিতে চুরি, পরদিন শুক্রবার দিবাগত রাতে সান্তাহার রোজা ব্যাটারি হাউজ ও মনিকা মার্কেটে মতি মিল স্টোরে চুরি এবং স্টেশন রোড এলাকায় লেবু মিয়া নামে এক বাদাম বিক্রেতা ২৫শ’ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এছাড়া কলাবাগান এলাকাসহ কয়েকটি এলাকায় প্রায় রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এসব চুরি ও ছিনতাইয়ের ঘটনায় পৌরবাসীদের মাঝে আতংক বিরাজ করছে। সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দৃল মান্নান বলেন, চুরি ও ছিনতাই রোধে পুলিশের অভিযান চলমান রয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us