Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

ব্যাটিং ব্যর্থতায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

শেরপুর নিউজ ডেস্ক :

ব্যাটিং ব্যর্থতায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সেমিফাইনালের আগেই বিদায় নিলো বাংলাদেশ। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে বিশ্বমঞ্চ থেকে ছিটকে গিয়েছে টাইগ্রেসরা। বৈশ্বিক এই মহারণে নিজেদের তৃতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের সঙ্গে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাঘিনীরা। এতে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে ১২ দশমিক ৫ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে ওয়েস্ট ইন্ডিজ।

টাইগ্রেসদের মামুলি পুঁজি তাড়ায় নেমে পাওয়ার প্লের ৬ ওভারেই ৪৮ রান তোলেন হেইলি ম্যাথিউস ও স্টেফানি টেইলর। তবে ম্যাথিউসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মারুফা আক্তার। জয়ের ভীত গড়ে ২২ বলে ব্যক্তিগত ৩৪ রানে ফেরেন ক্যারিবিয়ান অধিনায়ক।

দ্বিতীয় উইকেটে দলকে জয়ের দ্বারপ্রান্তে রাখেন টেইলর ও ক্যাম্পবেল। ২৭ রানে রিটায়ার্ড হার্ট হয়ে টেইলর ফেরার পর নাহিদার বলে পরাস্ত হয়ে ২১ রানে সাজঘরে ফেরেন ক্যাম্পবেল। শেষদিকে ৭ বলে ১৯ রানের ক্যামিওতে জয় নিয়ে মাঠ ছাড়েন ডায়ান্দ্রা ডটিন।

এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১২ বলে ৯ রান করে ফেরেন ওপেনার সাথী রানী। আরেক ওপেনার দিলারা খাতুন ১৮ বলে ১৯ রান করে দ্রুতই সাজঘরে ফেরেন।

তবে সোবহানা মুস্তারিকে সঙ্গে নিয়ে দলীয় বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন জ্যোতি। তাদের ব্যাটে ভর করে ৫০ ছাড়ায় বাংলাদেশের দলীয় পুঁজি।

কিন্তু এরপরই প্যাভিলিয়নের পথ ধরেন মোস্তারি। ফেরার আগে ২২ বলে তার ব্যাট থেকে আসে ১৬ রান।

তাজ নেহারও বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি। এরপর ব্যাট হাতে নেমে রানের খাতা খোলার আগেই ফেরেন স্বর্ণা আক্তার।

দলীয় ৭৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই জিইয়ে রাখেন টাইগ্রেস অধিনায়ক। শেষমেশ তার ৪৪ বলে ৩৯ রানে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানের পুঁজি পায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন রামহ্যার‌্যাক। এ ছাড়া অ্যাফি ফ্লেচার দুটি এবং হেলি ম্যাথিউস একটি উইকেট নেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us