Bogura Sherpur Online News Paper

দেশের খবর

রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে অবৈধ ভাবে বালু উত্তেলনকারীদের বিরুদ্ধে এলাকাবাসী প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফুলজোড় নদীর ভূইয়াগাঁতী ব্রিজ এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন, উপজেলার ধানগড়া ইউনিয়নের তেলিজানা ও ঘুড়কা ইউনিয়নের ভুঁইয়াগাতী এলাকাবাসী।

দীর্ঘদিন ধরে ভূইয়াগাঁতী ব্রিজের নিচ থেকে বসতবাড়ির সংলগ্নে থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে এক প্রভাবশালী মহল। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ করে। এমন সংবাদ পেয়ে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: খাদিজা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাদের থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেন।

এ সময় রায়গঞ্জ থানা পুলিশসহ প্রায় ৩ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোছা: খাদিজা খাতুন জানান, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা ফুলজোড় নদী থেকে বালু উত্তোলন ও বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী বালু ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us