Bogura Sherpur Online News Paper

বিনোদন

শুটিং সেটে হঠাৎ অসুস্থ অভিনেত্রী স্বস্তিকা

শেরপুর নিউজ ডেস্ক:

শুটিং সেটেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ওপার বাংলার এই অভিনেত্রী একটি ছবির শুটিং করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিষয়টি নিজেই জানিয়েছেন স্বস্তিকা। তিনি জানান, আমি বুঝি, সব ঘটনার পেছনে কোনো একটা কারণ থাকে। ২ জুলাই ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং করছিলাম আমি। তখন হঠাৎ অসহ্য যন্ত্রণা শুরু হয়। মনে হচ্ছিল, পৃথিবীর সবচেয়ে কঠিন যন্ত্রণা। সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিজের অসুস্থতা নিয়ে স্বস্তিকা জানালেন, তার কর্নিয়া আঘাতপ্রাপ্ত হয়েছে।

তিনি বলেন, আসলে কীভাবে, কখন, কোথায়, আমি জানি না। আমি কঠিন যন্ত্রণার সঙ্গে লড়াই করছি। আমার সব সহ-অভিনেতাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ। এই ছবি আমার কাছে খুব বিশেষ। প্রতিজ্ঞা করছি, যাই ঘটে যাক, এই ছবিকে আমি আরও বিশেষ করে তুলব। আমার চিকিৎসার কথা মাথায় রেখেই আমার পরিচালক ও প্রযোজকরা শুটিং-এর দিনক্ষণ সাজাচ্ছেন। নিজের চোখের খেয়াল রাখার চেষ্টা করছি এবং শুটিংও করছি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us