Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার দুই 

 

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাতে এবং রবিবার সকালে পৃথক দুই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়ার চৌধুরীপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে শামীম আহম্মেদ এবং শহরের সুলতানগঞ্জ এলাকার মো. হাবিবের ছেলে মো. তাফসির। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

 

পুলিশের এই কর্মকর্তা জানান, পৃথক দুটি ঘটনায় তারা প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছিল। মো. মারুফ ইসলাম নামের এক ভুক্তভোগী জানান, গোদারপাড়া বাজারের একটি বিকাশ দোকানে তাঁর পাওনা টাকা আদায়ের চেষ্টা করছিলেন। এ সুযোগে মো. শামীম আহম্মেদ নামের প্রতারক নিজেকে ডিবি পুলিশের প্রধান পরিচয় দিয়ে তাঁকে ফোন করে ভয়ভীতি দেখায় এবং একপর্যায়ে ৪৫ হাজার টাকা জোর করে নিয়ে নেয়। ডিবি পুলিশ তদন্ত করে ৫ জুলাই ভোরে গোদারপাড়া এলাকা থেকে শামীম আহম্মেদকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি ওয়াকিটকি সদৃশ মোবাইল ফোন, ইলেকট্রনিক শক মেশিন, ভিজিটিং কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অন্যদিকে মো. মেহেদী হাসান সাওন নামের আরেক ভুক্তভোগীকে মোবাইলে ফোন করে ডিবি পুলিশের রেজা পরিচয়ে চাঁদা দাবি করেন প্রতারকরা। তাঁকে বলা হয়, তাঁর নামে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে ৫০ হাজার টাকা দিতে হবে। একপর্যায়ে সরাসরি টাকা নিতে এলে মো. তাফসিরকে হাতেনাতে আটক করে ডিবি পুলিশ। তাঁর সঙ্গে থাকা ৪–৫ জন পালিয়ে যায়।

তিনি আরও জানান, প্রতারকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের ধরতে অভিযান চলছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us