Bogura Sherpur Online News Paper

জাতীয় খবর

খুব শিগগিরই চালের বাজার স্বাভাবিক হবে-খাদ্য উপদেষ্টা

 

শেরপুর নিউজ ডেস্ক:

 

খুব শিগগিরই চালের বাজার স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানান, দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুত রয়েছে।

শনিবার (৫ জুলাই) যশোর সার্কিট হাউসে খুলনা বিভাগের ১০ জেলার খাদ্য সংগ্রহ, মজুত ও মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘চলতি মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি খাদ্যশস্য উৎপাদন হয়েছে। খাদ্য মজুত বর্তমানে অত্যন্ত সন্তোষজনক। খুলনা বিভাগে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। ইতোমধ্যে ৭২ শতাংশ ধান ও চাল সংগ্রহ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ সংগ্রহের লক্ষ্য পূরণ হবে।’

বাজারে চালের দাম নিয়ে আলী ইমাম মজুমদার বলেন, ‘বোরো উৎপাদন ভালো হয়েছে, খাদ্য মজুতও সন্তোষজনক। বাজারে যদি কোনো সিন্ডিকেট থাকে, তা ভেঙে দিতে সরকার ব্যবস্থা নেবে।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণাঞ্চলে সরু জাতের ধান চাষের কারণে ধান সংগ্রহে কিছুটা সমন্বয়হীনতা দেখা দিয়েছে। বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ভবিষ্যতে এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাছানাত হুমায়ুন কবির, যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলামসহ খুলনা বিভাগের জেলা প্রশাসক ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us