Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

বগুড়ায় জনতার হাতে ভুয়া পুলিশ আটক

 

 

শেরপুর নিউজ ডেস্ক :

বগুড়ায় রিপন ইসলাম নামে পুলিশের এক ভুয়া কনস্টেবলকে আটক করে থানায় সোর্পদ করেছেন স্থানীয় লোকজন। তার পরনে পুলিশের পোশাক ছিল। আজ শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে চারমাথা গোদারপাড়া বাজার থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার রিপন ইসলাম (২৬) শহরের পশ্চিম গোদারপাড়া এলাকার মমিনুল ইসলাম মমিনের ছেলে৷ এসব তথ্য নিশ্চিত করে সদর থানার ওসি হসান বাসির জানান, রিপনের বাড়ি সান্তাহারে।

তবে সে শহরের পশ্চিম গোদারপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করে। সে মাদক মামলার আসামি। চারমাথায় তার আচরণ দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশের কাছে দেয়।

তার বিরুদ্ধে সদর থানায় আগের একটি মাদক মামলা রয়েছে। কোন অপরাধ করার উদ্দেশ্যে সে চারমাথায় ওভার ব্রিজের নিচে অবস্থান করছিল। তবে পুলিশের পোশাক কোথায় পেয়েছে সে ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, রাস্তায় কুড়িয়ে পেয়েছে পোশাকটি। আজ শুক্রবার (৪ জুলাই) রাত ৯ টার পর্যন্ত থানায় তাকে জিজ্ঞাসাবাদ চলছিল।

বগুড়া উপশহর ফাঁড়ির উপ-পরিদর্শক সোহাগ জানান, বিকালে রিপন পুলিশ কনস্টেবলের পূর্ণাঙ্গ পোশাক পড়ে চারমাথায় ঘুরছিল। তার আচরণ সন্দেহজনক হওয়ায় বাজার এলাকায় থাকা লোকজন তাকে সন্ধ্যায় আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, রিপন রেলওয়ে পুলিশের আব্দুল কুদ্দুস নামে এক কনস্টেবলের পোশাক পড়েছিল। গ্রেফতারকৃত রিপন দাবি করেছে সে এই পোশাক চারমাথা ফ্লাইওভারের নিচে কুড়িয়ে পেয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us