Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

বগুড়ার হত্যা মামলার আসামি বাবা ও ছেলে গাজীপুর থেকে গ্রেফতার

 

 

শেরপুর নিউজ ডেস্ক :

বগুড়ায় চাঞ্চল্যকর বিদ্যুৎ হত্যা মামলার প্রধান আসামি মোঃ রনি (৪০) ও তার ছেলে মোঃ রুকু (১৯) কে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি টিম শুক্রবার (৪ জুলাই) সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, গত ১৩ জুন বিকেল সোয়া ৪ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা রবিউল ইসলাম বিদ্যুৎ(৩৩) কে শহরের কাটনারপাড়ায় লোহার রড ও এসএস পাইপ দিয়ে এলোপাথারীভাবে মারপিট ও ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে তার পেটের ভুরি বের হয়ে যায় এবং খাদ্যনালী কেটে গুরুত্বর রক্তাক্ত জখম হয়।

এরপর স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে এই হত্যাকান্ডের অভিযোগে নিহতের বাবা শহরের বৃন্দাবনপাড়ার দুলাল শেখ বাদি হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলার প্রেক্ষিতে র‌্যাব-১২, সিপিএসপি, বগুড়া আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, গাজীপুরের জয়দেবপুর থানার ভবানীপুর বাজার এলাকায় পলাতক প্রধান আসামি মোঃ রনি এবং দুই নম্বর পলাতক আসামি মোঃ রুকু (১৯) অবস্থান করছে।

পরে ওই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র‌্যাব-১ সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর একটি যৌথ আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় সেখানে অভিযান চালায়। সেখানে অভিযানকালে প্রধান আসামি শহরের বৃন্দাবন দক্ষিণপাড়ার মোঃ রনি ও তার ছেলে মামলার ২ নম্বর আসামি মোঃ রুকু (১৯) কে গ্রেফতার করা হয়।

এ সময় ধৃত আসামিদের কাছ থেকে ৩টি বাটন মোবাইল ফোন এবং ১টি স্মার্ট ফোনসহ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us