Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

বগুড়া, খুলনা, বরিশালেও হতে পারে বিপিএল

শেরপুর নিউজ ডেস্ক:

চলতি বছরের ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), এমনটিই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। দেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রস্তুতি শুরু হয়েছে ক্রিকেট বোর্ডের ভেতরে। বিসিবি জানিয়েছে, এবার পাঁচ বছরের জন্য দেওয়া হবে দলের মালিকানা। পাশাপাশি গভর্নিং কাউন্সিলে যুক্ত করা হবে বাইরের সদস্য। বিপিএলের স্বচ্ছতা নিশ্চিতের জন্যই এমন পরিকল্পনা বলে জানিয়েছেন পরিচালক ইফতেখার রহমান মিঠু।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়-ফ্র্যাঞ্চাইজি দল যুক্ত হওয়ার প্রক্রিয়া ও প্লেয়ার ড্রাফট কবে হবে, সেটি নিয়ে কিছুটা ধারণা পাওয়া গেছে। এদিকে ঢাকা, সিলেট ও চট্টগ্রামের বাইরে এবার আরো তিন ভেন্যু রয়েছে বিসিবির নজরে।

 

গত বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক ও বিপিএলের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান মাহবুব আনাম। সেখানে মাঠের বিষয়ে তিনি বলেছেন, ‘আগামী সপ্তাহে মাঠ পর্যবেক্ষণ করবে গভর্নিং কাউন্সিল। যে মাঠগুলো আইসিসির নির্দেশনা পূরণ করতে পারবে, সেই অনুপাতে বিভিন্ন ভেন্যু দেখব। কিংবা কিছু ঘাটতি থাকলেও সেগুলো যদি আগামী চার মাসে পূরণ করা যায়, তাহলে সেটিকেও আমরা ভেন্যু হিসেবে রাখব। যত মাঠে আন্তর্জাতিক খেলা হয়েছে, সব মাঠ আমাদের বিবেচনায় থাকবে। বগুড়া-খুলনায় হয়েছে। এর বাইরে বরিশাল ও আমাদের নজরে রয়েছে। যদি এর মধ্যে বরিশালে কাজ শেষ হয় তাহলে সর্বোচ্চ এই তিনটি মাঠসহ (পূর্বের তিনটি-মিরপুর, সিলেট ও চট্টগ্রাম) মোট কতটি মাঠে বিপিএল হতে পারে, সেটির সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

রাজশাহীর বিষয়ে মাহবুব আনাম বলেছেন, ‘রাজশাহীতে এই পর্যায়ে আন্তর্জাতিক ম্যাচ করার মতো অবস্থা নেই। তবে জাতীয় ক্রীড়া পরিষদ একটা প্রক্রিয়া করেছে। আমরা তাদের সহযোগিতা করছি, কী কী করলে ম্যাচ আয়োজন করতে পারব, সেগুলো জানানো হয়েছে। এই মাঠও আমাদের নজরে রয়েছে। সময়মতো সবকিছু পূরণ করতে পারলে তারাও বিবেচনায় থাকবে।’

ড্রাফট নিয়ে বিপিএলের গভর্নিং বোর্ডের প্রধান বলেছেন, ‘বিভিন্ন দেশে কীভাবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয়, সেগুলো আমরা খুঁজে বের করছি। বোর্ড থেকে কিছু নির্দেশনা পেয়েছি। সেটি অনুযায়ী এক সপ্তাহের মধ্যে দরপত্র আহ্বান করা হবে। আমরা একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে যুক্ত হতে চাচ্ছি, যারা আমাদের কিছু দিকনির্দেশনা দেবে। আমাদের অর্থনৈতিক কাঠামো প্রস্তুত করবে। আর কীভাবে সেটি টেকসই হয়, সেটিই আমাদের প্রধান আগ্রহ থাকবে। নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার সময়সীমা সেপ্টেম্বর রাখা হয়েছে।’

খেলোয়াড় নিলামের বিষয়ে মাহবুব আনাম বলেছেন, ‘প্রথমত আমরা একটা টাইমলাইন করেছি। ড্রাফটটা আমি মনে করি অক্টোবরের আগে হবে না। কারণ আমরা যদি দেখি আমাদের যে সময়টুকু রয়েছে, যেভাবে বলেছি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে। আগস্টের মধ্যে যদি শেষ করতে পারি, এরপর ফ্র্যাঞ্চাইজি দল যুক্ত করার প্রক্রিয়ায় যাব। সেপ্টেম্বর যদি এটা আমরা শেষ করতে পারি, তাহলে অক্টোবর আমরা হয়তো ড্রাফটে যেতে পারি।’ এদিকে বিপিএলের গভর্নিং বোর্ডে আইনজীবী, অর্থনীতিবিদ ও মার্কেটিং বিভাগের লোক নিয়োগ দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মাহবুব আনাম।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us