Bogura Sherpur Online News Paper

বিদেশের খবর

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০টি বিয়ে:কত খরচ হলো?

 

শেরপুর নিউজ ডেস্ক :

 

বিয়ে সামাজিক ও সাংস্কৃতিক রীতির অংশ হলেও কিছু বিয়ে থাকে ইতিহাসে স্মরণীয়—বিশেষ করে যখন সেটি হয় জাঁকজমক ও বিপুল ব্যয়ে। বিশ্বজুড়ে এমন কয়েকটি বিয়ের খরচ কোটি ডলার ছাড়িয়েছে। সেসব বিয়েতে অংশ নিয়েছেন রাজপরিবার, ধনকুবের ও তারকারা। জেনে নিই ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ১০টি বিয়ের কথা।

১. খাদিজা ও সাইদ গুস্তেরিয়েভ (রাশিয়া, ২০১৬)

রুশ ধনকুবের মিখাইল গুস্তেরিয়েভের ছেলে সাইদ। জ্বালানি ও গণমাধ্যমের বিশাল ব্যবসা তাঁদের। ২০১৬ সালের ২৬ মার্চ ডেন্টালের শিক্ষার্থী ২০ বছরের খাদিজাকে বিয়ে করেন সাইদ। রাশিয়ার রাজধানী মস্কোয় জাঁকজমকপূর্ণ এক আয়োজনে এ বিয়ে হয়। খরচ হয় ১০০ কোটি ডলার।

আধুনিক ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন বলা হয় খাদিজা–সাইদের বিয়েকে। দেশি–বিদেশি প্রায় ৬০০ অতিথি এ বিয়েতে ছিলেন। আসরে গান গাওয়ার জন্য হলিউড থেকে জেনিফার লোপেজকে উড়িয়ে আনা হয়েছিল।

২. রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানি (ভারত, ২০২৩)

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত। আর রাধিকা আরেক ভারতীয় ধনী ব্যবসায়ী বীরেন মার্চেন্টের মেয়ে। রাধিকা–অনন্তর বিয়ে শুধু ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নয়, বরং খরুচে বিয়ের তালিকায় এ আয়োজন বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত বছরের ১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল এ বিয়ের আয়োজন। খরচ হয় ৬০ কোটি থেকে ১০০ কোটি ডলারের মধ্যে।

রাধিকা–অনন্তর বিয়ে এবং বিবাহপূর্ববর্তী আয়োজনগুলোয় যেন তারার হাট বসেছিল। কে ছিলেন না সেখানে। কেটি পেরি ও রিয়ান্না থেকে শুরু করে জাস্টিন বিবার, কিম কার্ডাশিয়ান, নিক জোনাস, প্রিয়াঙ্কা চোপড়া, জন সিনা, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ বিভিন্ন অঙ্গনের মহাতারকারা হাজির ছিলেন এ বিয়ের আয়োজনে।

৩. প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানা (যুক্তরাজ্য, ১৯৮১)

রাজপরিবারে বিয়ে মানেই জমকালো সব আয়োজন। আর সেই বিয়ে যদি হয় যুবরাজের, তাহলে কথাই নেই। ১৯৮১ সালের ২৯ জুলাই ডায়ানাকে বিয়ে করেছিলেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস। বর্তমানে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস নামেও পরিচিত। লন্ডনের সেন্ট পল’স ক্যাথেড্রালে বসেছিল ডায়না–চার্লসের বিয়ের রাজকীয় আয়োজন। ক্যাথেড্রালে আমন্ত্রিত অতিথি ছিলেন ৩ হাজার ৫০০ জন। আর স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের ১২০ জনকে বিয়ের মূল আনুষ্ঠানিকতায় ডাকা হয়েছিল।

যদিও বিশ্বজুড়ে টিভির পর্দায় প্রায় ৭৫ কোটি মানুষ আয়োজনটি দেখেছিলেন। এ বিয়েতে খরচ হয়েছিল আনুমানিক ৪ কোটি ৮০ লাখ ডলার, যা এখনকার ১৬ কোটি ৬০ লাখ ডলারের সমান। ১৯৯৬ সালে দুই সন্তানের মা–বাবা ডায়না ও চার্লসের বিচ্ছেদ হয়ে যায়। তত দিনে ডায়ানা তুমুল জনপ্রিয়তা পেয়ে ‘গণমানুষের’ প্রিন্সেস হয়ে উঠেছেন।

৪. ইশা আম্বানি ও আনন্দ পিরামল (ভারত, ২০১৮)

ধনকুবের অনিল আম্বানির মেয়ে ইশা ২০১৮ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন আনন্দ পিরামলকে। আনন্দ ভারতের আরেক ধনকুবের অজয় পিরামলের ছেলে। মুম্বাইয়ে আম্বানিদের বাড়ি অ্যান্টিলিয়ায় এ বিয়ের আসর বসেছিল। ব্যয় হয়েছিল ১০ কোটি ডলার। এর আগে ইতালির লেক কোমোয় ইশা–আনন্দের বাগদান হয়েছিল। ভারতের উদয়পুরের প্রাসাদে বসেছিল তাঁদের বিবাহপূর্ব আয়োজন। আয়োজনে গান গেয়েছিলেন বিশ্বখ্যাত তারকা বিয়ন্সে।

৫. প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল (যুক্তরাজ্য, ২০১৮)

ডায়ানা ও চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারির বিয়েও হয়েছিল জাঁকজমকভাবে, বেশ খরচ করে। ২০১৮ সালের ১৯ মে হ্যারি বিয়ে করেন মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে এ রাজকীয় বিয়ের আয়োজন বসেছিল। আমন্ত্রিত অতিথি ছিলেন ২০০ জন। তালিকায় জর্জ ক্লুনি, সেরেনা উইলিয়ামস, অপরাহ উইনফ্রে, প্রিয়াঙ্কা চোপড়াও ছিলেন। বিশ্বজুড়ে ১৯০ কোটি মানুষ টেলিভিশনের পর্দায় এর বিয়ের আনুষ্ঠানিকতা দেখেন। বিয়েতে খরচ হয়েছে আনুমানিক ৪ কোটি ৫০ লাখ ডলার।

৬. বানিশা মিত্তাল ও অমিত ভাটিয়া (ফ্রান্স, ২০০৪)

বিশ্বের সবচেয়ে দামি বিয়ের তালিকায় আছে ভারতের ইস্পাতশিল্পের ধনকুবের লক্ষ্মী মিত্তালের মেয়ে বানিশা মিত্তাল ও অমিত ভাটিয়ার বিয়ে। ২০০৪ সালের ২২ জুন ফ্রান্সে অনুষ্ঠিত এ বিয়েতে খরচ হয়েছিল ৬ কোটি ডলার। বর অমিত ভাটিয়া সোর্ডফিশ ইনভেস্টমেন্টের মালিক। বিয়েতে এক হাজার অতিথি ছিলেন। এ বিয়েতে প্যারিসের আইফেল টাওয়ারে আতশবাজি পোড়ানো হয়েছিল।

৭. জেফ বেজোস ও লরেন সানচেজ (ইতালি, ২০২৫)

ইতালির ভেনিসে জাঁকজমকপূর্ণ আয়োজনে আংটি বদল করেন মার্কিন ধনকুবের অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও সাংবাদিক লরেন সানচেজ। ২৭ জুন ভেনিসের ছোট্ট দ্বীপ সান জর্জিওতে বিয়ের মূল আয়োজন সম্পন্ন হয়। বিয়েতে কার্ডাশিয়ান-জেনার পরিবার, বিল গেটস, কার্লি ক্লস, লিওনার্দো ডিক্যাপ্রিও, অরল্যান্ডো ব্লুম, ইভাঙ্কা ট্রাম্প, অপরাহ উইনফ্রেসহ বিনোদন, রাজনীতি ও আর্থিক জগতের প্রথম সারির দুই শতাধিক তারকা অংশ নেন। বেজোস–সানচেজের বিয়েতে খরচ হয়েছে ৪ কোটি ৬০ লাখ থেকে ৫ কোটি ৬০ লাখ ডলার।

৮. প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন (যুক্তরাজ্য, ২০১১)

ডায়ানা ও চার্লস দম্পতির বড় ছেলে প্রিন্স উইলিয়াম। ব্রিটিশ যুবরাজ উইলিয়াম ২০১১ সালের ২৯ এপ্রিল বিয়ে করেন কেট মিডলটনকে। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজকীয় এই বিয়ের আসর বসেছিল। টেলিভিশনের পর্দায় সেই আয়োজন দেখেছিলেন বিশ্বের ২০০ কোটির বেশি মানুষ। রানি দ্বিতীয় এলিজাবেথের উপস্থিতিতে বাকিংহাম প্যালেসে বিবাহ–পরবর্তী সংবর্ধনায় দেশি–বিদেশি ৬০০ অতিথি ছিলেন। সব মিলিয়ে খরচ হয়েছিল ৩ কোটি ৩০ লাখ ডলার।

৯. অ্যাঞ্জেলাবেবি ও হুয়াং জিয়াওমিং (চীন, ২০১৫)

চীনের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও সংগীতশিল্পী অ্যাঞ্জেলা ইউং। তিনি অ্যাঞ্জেলাবেবি নামে পরিচিত। বিয়ে করেছেন আরেক জনপ্রিয় অভিনয়শিল্পী হুয়াং জিয়াওমিংকে। বিয়ে উপলক্ষে ২০১৫ সালের ৮ অক্টোবর জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজন করেন এই দম্পতি। এ জন্য সাংহাই এক্সিবিশন সেন্টারে বসে তারার মেলা। উপস্থিত ছিলেন হাজার দুয়েক অতিথি। কাটা হয়েছিল প্রায় ১০ ফুট লম্বা একটি কেক। বিয়ের আয়োজনে খরচ হয়েছিল ৩ কোটি ১০ লাখ ডলার। ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়েছে।

১০. লেতিজিয়া ও প্রিন্স ফিলিপ (স্পেন, ২০০৪)

স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ। রানি লেতিজিয়া অরতিজ রোকাসোলানো। ষষ্ঠ ফিলিপ যুবরাজ থাকার সময় ২০০৪ সালের ২২ মে তারা বিয়ে করেন। তখন রানি লেতিজিয়া সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। স্পেনের রাজধানী মাদ্রিদের আলমুদেনা ক্যাথেড্রালে রাজকীয় এ আয়োজনে ১ হাজার ২০০ অতিথি হাজির হন। যুক্তরাজ্য–মোনাকোসহ বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্য, খেলা, বিনোদনসহ নানা অঙ্গনের তারকাদের মেলা বসেছিল এ বিয়েতে। সব মিলিয়ে ২ কোটি ৪০ লাখ থেকে ৩ কোটি ৫০ লাখ ডলার খরচ হয়েছিল এ আয়োজনে।

তথ্যসূত্র: ব্রিটানিকা

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us