Bogura Sherpur Online News Paper

পড়াশোনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বরাদ্দ পরীক্ষাখাতে

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে পরীক্ষাখাতে। ২৭তম সিনেট অধিবেশনে পাস হওয়া এই বাজেটে পরীক্ষাপর্বে ব্যয় ধরা হয়েছে ২৮৯ কোটি ৩ লাখ টাকা, যা পুরো বাজেটের প্রায় ৪২ শতাংশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, পরীক্ষার সংখ্যাগত বিস্তার, কেন্দ্রে ব্যবস্থাপনা ও খাতা মূল্যায়নের খরচ বেড়ে যাওয়ায় এ খাতে ব্যয়ও তুলনামূলকভাবে বেশি।

শনিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আয়োজিত এই অধিবেশনে পাস করা হয় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট এবং ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আজম নতুন অর্থবছরের জন্য ৬৯০ কোটি ১৭ লাখ ৪৭ হাজার টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। এর বিপরীতে আয় ধরা হয়েছে ৫৬৫ কোটি ৩৪ লাখ ১৮ হাজার টাকা। ফলে বাজেটে ঘাটতি থাকছে ১২৪ কোটি ৮৩ লাখ ২৯ হাজার টাকা। ঘাটতি পূরণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে সরকারের কাছ থেকে অনুদান পাওয়ার আশা করছে কর্তৃপক্ষ।

প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ রাখা হয়েছে পরীক্ষাখাতে- ২৮৯ কোটি ০৩ লাখ টাকা। বেতন-ভাতা ও বিভিন্ন সুবিধাদি খাতে বরাদ্দ রাখা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ১৮৮ কোটি ২৩ লাখ ১৯ হাজার টাকা।

এছাড়া সাধারণ আনুষঙ্গিক খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা, পেনশন ও অবসর সুবিধা খাতে ৫১ কোটি ২৮ লাখ ১৮ হাজার টাকা এবং শিক্ষা-সংক্রান্ত অন্যান্য খাতে ৫০ কোটি ৯০ লাখ টাকা।

বিশ্ববিদ্যালয়ের বাজেট প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে চাকরিচ্যুত থাকা ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহাল করায় বেতন-ভাতা খাতে ব্যয় বেড়েছে প্রায় ৭৮ কোটি ৯০ লাখ টাকা। অন্যদিকে, চাকরি মেয়াদের ২৫ বছর পূর্ণ হওয়া শিক্ষক-কর্মকর্তাদের অবসরের কারণে পেনশন ও অবসর সুবিধাদি খাতে ব্যয় বাড়ছে আরও ২৮ কোটি ৮২ লাখ ৮৭ হাজার টাকা।

সংশোধিত বাজেটেও খরচ বেশি: ২০২৪-২৫ অর্থবছরের জন্য অনুমোদিত সংশোধিত বাজেটের পরিমাণ ধরা হয়েছে ৪১৭ কোটি ০৩ লাখ ১৯ হাজার টাকা। অথচ প্রাথমিকভাবে এ বাজেট প্রস্তাব ছিল ৭২১ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার টাকা।

এই অর্থবছরে আয়ও কিছুটা কমে গেছে। প্রাথমিকভাবে প্রাক্কলিত আয় ছিল ৫২০ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকা। তা সংশোধন করে ৫১২ কোটি ১৯ লাখ ৯৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

যারা ছিলেন সিনেট অধিবেশনে: ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সিনেট অধিবেশনে অংশ নেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান ও প্রফেসর ড. মো. নূরুল ইসলাম।

এছাড়া অধিবেশনে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, বিভাগীয় কমিশনার, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজ অধ্যক্ষ, শিক্ষাবিদসহ মোট ৭৭ জন সিনেট সদস্য এবং আমন্ত্রিত সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us