শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি অফিসে ভাংচুর, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোবাইল ফোন ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব (৩৯) কে গ্রেফতার করেছে।
বুধবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে তাকে শেরপুর শহরের স্যানালপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাবিব শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শহরের খন্দকারপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, তাকে গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়েরকৃত মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে গ্রেফতার করা হয়েছে।