Bogura Sherpur Online News Paper

শেরপুর

শেরপুরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপির দলীয় কার্যালয়ে ভাংচুর, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন) দুই নেতাকে গ্রেফতার করেছে।

সোমবার (২৩ জুন) ভোররাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কাফুড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সহিদ শাহজাহান (৫৪) ও একই গ্রামের আলহাজ¦ মো. আবেদ আলীর ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোজাহিদুল ইসলাম ওরফে মোজাহিদ (৪৬)।

শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, তাদের গত ২৮ সেপ্টেম্বর দায়েরকৃত বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও নাশকতার মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us