শেরপুর নিউজ ডেস্ক:
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। সোমবার (২৩ জুন) বাংলাদেশ সময় সকাল সোয়া ৬টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরান থেকে ছোড়া মিসাইল শনাক্ত করতে সমর্থ হয়েছে।
এখন এগুলো ভূপাতিতের প্রস্তুতি নেওয়া হচ্ছে। খবর টাইমস অব ইসরায়েলের।
প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড দ্রুত সময়ের মধ্যে উত্তর ইসরায়েল ও অধিকৃত জেরুজালেমের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় কেন্দ্রের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছে।
তাদের বলা হয়েছে, সাইরেন বাজার সঙ্গে সঙ্গে সবাই যেন আশ্রয়কেন্দ্র বা বোমা শেল্টারে প্রবেশ করেন।