Bogura Sherpur Online News Paper

বিনোদন

নিজেকে ‘রাজকুমারী’ বললেন হানিয়া আমির

শেরপুর নিউজ ডেস্ক: হজ পালনের পর পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া তারকা হানিয়া আমির বর্তমানে সৌদি আরবের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মায়ের সঙ্গে হজ পালনের দেশটির বিভিন্ন অঞ্চল।

নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হানিয়া আবায়া পরিহিত কিছু ছবি শেয়ার করেছেন, যা তার ভক্তদের কাছে দারুণ প্রশংসিত হয়েছে। এই ছবিগুলোতে তাকে অত্যন্ত মার্জিত ও সুন্দর দেখাচ্ছে।

তার পোস্ট করা একটি ছবির ক্যাপশনে হানিয়া নিজেকে ‘রাজকুমারী’ হিসেবে অভিহিত করেছেন যা তার ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভ্রমণকালে তিনি সৌদি আরবের বিখ্যাত ফাস্ট ফুড চেইন ‘আল বিক’-এর খাবারের স্বাদও গ্রহণ করেছেন। বন্ধুদের সাথে এই ফাস্ট ফুড রেস্টুরেন্টে তোলা ছবিতে তাকে বেশ প্রফুল্ল মেজাজে দেখা গেছে।

হানিয়া আমিরের ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাকে ‘হাজ্জন হানিয়া আমির’ নামে সম্বোধন করে তার জন্য দোয়া করছেন। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘আপনার প্রতিদিনের ছবিগুলো হৃদয়গ্রাহী’ অন্যদিকে আরেকজন লিখেছেন, ‘হাজান সাহেব, আপনাকে আবায়ায় খুব সুন্দর দেখাচ্ছে।’ তার এই ছবিগুলো ভক্তদের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক উভয় দিক থেকেই ইতিবাচক প্রভাব ফেলেছে।

উল্লেখ্য, হানিয়া আমির পাকিস্তানের অন্যতম জনপ্রিয় একজন শিল্পী। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১৮.৬ মিলিয়ন ছাড়িয়ে গেছে যা তার জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ এবং ‘দিলরাবা’।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us