Bogura Sherpur Online News Paper

বিনোদন

কাজ পেতে হলে ‘নিচে নামতে হবে’ : সায়ামি

শেরপুর নিউজ ডেস্ক: ‘উপরে উঠতে গেলে নিচে নামতে হবে।’ এমনই প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী সায়ামি খের। বলিউডের পরিচিত মুখ তিনি। তবে ক্যারিয়ারের শুরুটা খুব সহজ ছিল না তার।

মাত্র ১৯ বছর বয়সে পেয়েছিলেন আপত্তিকর প্রস্তাব। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা জানালেন সায়ামি নিজেই।

একটি তেলুগু সিনেমায় কাজ করা নিয়ে তৈরি হয়েছিল এই বিতর্ক। ছবিতে সুযোগ পেতে হলে ‘কম্প্রোমাইজ’ করতে হবে- এই শর্ত দিয়েছিলেন এক কাস্টিং এজেন্ট।

সায়ামি শোনালেন, আমার তখন ১৯-২০ বছর বয়স। একজন এজেন্ট তেলুগু ছবির জন্য আমাকে ফোন করে বলেছিলেন, ‘তুমি জানো তো, তোমাকে কম্প্রোমাইজ করতে হবে’।

‘কম্প্রোমাইজ’ শব্দটি শুনেই সায়ামি বুঝতে পারেন, সেই এজেন্ট কিসের ইঙ্গিত দিচ্ছেন। সাধারণত বিনোদন জগতে ‘কম্প্রোমাইজ’ করার অর্থ কাজ পাওয়ার জন্য যৌন সম্পর্কে জড়ানো। তাই এই প্রস্তাব শুনে সতর্ক হয়ে গিয়েছিলেন সায়ামি।

অভিনেত্রী জানান, এই প্রস্তাব এসেছিল এক মহিলা এজেন্টের কাছ থেকে। তাই আরও অবাক হয়েছিলেন তিনি।

সায়ামি বলেছেন, ‘এই প্রস্তাব একজন মহিলা দিয়েছিলেন। তাই আমি ওকে পরীক্ষা করে দেখছিলাম। কীভাবে মহিলা হয়ে আর এক জন মহিলাকে এই প্রস্তাব দেওয়া যায়! গভীরভাবে বিষয়টি আমাকে ভাবিয়েছিল।’

প্রস্তাবটি পেয়ে সায়ামি ওই মহিলাকে বলেছিলেন, ‘‘আমি বুঝতে পারছি না, আপনি কী বলছেন।’’ অভিনেত্রী বারবার এই একই কথা বলতে থাকেন। অবশেষে সেই কাস্টিং এজেন্ট বলেছিলেন, ‘‘দেখো, তোমাকে এই বিষয়টা বুঝতে হবে।’’

নানাভাবে বোঝানোর চেষ্টা করতে থাকেন তিনি। অবশেষে সায়ামি বলেন, ‘‘আমার সত্যিই খুব খারাপ লাগছে। আপনি এটা ভাবলেন কীভাবে, কাজ পাওয়ার জন্য আমি এত নীচে নামব? জীবনে কিছু বিষয়ে আমি কখনওই সীমা অতিক্রম করিনি।’’

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us