Bogura Sherpur Online News Paper

অর্থনীতি

বিদ্যুতের দাম বাড়ছে না

শেরপুর নিউজ ডেস্ক: আগামী ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বেলা ৩টার দিকে জাতির উদ্দেশে দেওয়া বাজেট উপস্থাপন বক্ততায় তিনি এ কথা জানান।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আগামী বাজেটে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। বিদ্যুৎ উৎপাদনের ব্যয় কমানো নিয়ে আমরা কাজ করছি। বিদ্যুৎ নিয়ে যেসব চুক্তি করা হয়েছে তা পর্যালোচনা করছি।’

আগামী বাজেটে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। বিদ্যুৎ উৎপাদনের ব্যয় কমানো নিয়ে আমরা কাজ করছি। বিদ্যুৎ নিয়ে যেসব চুক্তি করা হয়েছে তা পর্যালোচনা করছি।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বিশেষ বৈঠকে অনুমোদন হয়েছে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। প্রস্তাবিত বাজেটের আকার সাত লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।

এদিকে, আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ন্যূনতম করের পরিমাণ এলাকাভেদে বৃদ্ধি করে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষ থেকে ন্যূনতম করের পরিমাণ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে নতুন করদাতাদের জন্য ন্যূনতম করের পরিমাণ ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, বর্তমানে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের জন্য প্রযোজ্য ন্যূনতম করের পরিমাণ এলাকাভেদে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে মোট আয় করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে ন্যূনতম করের পরিমাণ এলাকা নির্বিশেষে ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us