Bogura Sherpur Online News Paper

পরিবেশ প্রকৃতি

লঘুচাপে উত্তাল সমুদ্র, ভেসে গেছে সৈকতের বিভিন্ন স্থাপনা

শেরপুর নিউজ ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। দেউয়ের তোরে ভেসে গেছে কুয়াকাটা সৈকতের বিভিন্ন স্থাপনা।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৬টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ২৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বড় বড় ঢেউ তীরে পড়ছে।

বুধবার (২৯ মে) সকাল ১০টা শুরু হওয়া জোয়ারের তাণ্ডবে পুলিশ বক্স এলাকা, সরদার মার্কেট, ফুচকা মার্কেটসহ বিভিন্ন স্থাপনার বেশকিছু অংশ ভেঙে পড়েছে। সৈকতে বেড়াতে আসা পর্যটকদের মাইকিং করে সরিয়ে দিচ্ছেন পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

এছাড়া সন্ধ্যা থেকে উপকূলীয় এলাকায় মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। বাতাসের চাপ অনেকটা বৃদ্ধি পেয়েছে। জোয়ারে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার পাশাপাশি পানিবন্ধী হয়ে পড়েছে শত শত পরিবার। নিম্নচাপটি আরো ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া আকারে বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সব মাছধরা নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে বলেছে আবহাওয়া অফিস।

কুয়াকাটা সরদার মার্কেটের ব্যবসায়ী মো. রাসেল রুম্মান জানান, দেউয়ের আঘাতে মার্কেট অনেকটা বিলীন। মালামাল অন্যত্র নিয়ে যাচ্ছি। এত ডেউ আর দেখিনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ট্যুরিস্ট পুলিশের সঙ্গে আমরাও এ বৈরী আবহাওয়ায় পর্যটক এবং উৎসাহিত জনসাধারণকে সরিয়ে দিচ্ছি যাতে কোনো ধরনের দুর্ঘটনার সম্ভাবনা না থাকে। আবহাওয়া পুরোপুরি অনুকুলে না আসা পর্যন্ত আমরা দায়িত্বে রয়েছি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us