Bogura Sherpur Online News Paper

দেশের খবর

সিরাজগঞ্জে ‘সড়ক দুর্ঘটনায়’ নিহত ৩

শেরপুর নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জের কামারখন্দে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ মোটরসাইকেল আরোহীর পরিচয় মিলেছে। নিহতরা ভদ্রঘাট এলাকার এসিআই ফুড মিলের শ্রমিক ছিলেন। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।

বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সলঙ্গা থানার নলকা সেনগাতী এলাকার জয়নাল আবেদিনের ছেলে ইসলাম (২০), একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে আব্দুল গাফফার (২২) ও তাড়াশ উপজেলার তেঘরি গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে শোয়েব আলী (২০)।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, ওই তিন শ্রমিক একটি মোটরসাইকেলে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। কুটিরচর এলাকায় পৌঁছালে কোনো যানবাহনের সঙ্গে দুর্ঘটনায় তিনজনই ঘটনাস্থলে মারা গেছে। ঘটনার পরই অজ্ঞাত যানবাহনটি পালিয়ে গেছে।

ঘটনাস্থল থেকে স্বজনরা মরদেহ নিয়ে গেছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us