সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় মাহমুদউল্লাহর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় মাহমুদউল্লাহর

শেরপুর নিউজ ডেস্ক: স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভ্যারিয়েইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্ত জানান অভিজ্ঞ তারকা ক্রিকেটার।

পোস্টে মাহমুদউল্লাহ লেখেন, ‘সমস্ত প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।’

‘বিশেষ ধন্যবাদ আমার বাবা-মা, শ্বশুরবাড়ির সবাইকে, বিশেষ করে আমার শ্বশুরকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে, যিনি শৈশব থেকেই আমার সাথে ছিলেন, আমার কোচ ও মেন্টর হিসেবে।’

‘সবশেষ আমার স্ত্রী ও সন্তানদের অসীম ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই, সুখে-দুঃখে আমার শক্তি হয়ে যারা সবসময় আমার পাশে থেকেছেন। আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজের জার্সিতে মিস করবে।’

Check Also

আন্তর্জাতিক ফুটবলে ইতিহাস গড়লেন ট্রান্সজেন্ডার রেফারি গায়া বার্মান

  শেরপুর নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল ম্যাচে প্রথম বারের মতো ট্রান্সজেন্ডার রেফারি হিসেবে দায়িত্ব পালন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =

Contact Us