Home / বগুড়ার খবর / নন্দীগ্রাম / নন্দীগ্রামে আগুন ও ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার ৮

নন্দীগ্রামে আগুন ও ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার ৮

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার নন্দীগ্রামে ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি-জামায়াতের ৮০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ট্রাক চালক ফয়সাল আলম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় এ মামলা দায়ের করেন।

এ মামলায় এর মধ্যেই ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন। তিনি বলেন, ‘ইতিমধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর বিএনপির সহ-সভাপতি আজিজুল হক রুবেল (৪৫), প্রচার সম্পাদক মজনু মিয়া (৫৫), বিএনপি কর্মী হাবিবুল্লাহ (৩৬), জাকির হোসেন (৩১), একরামুল হক (৩০), শিবির কর্মী আব্দুল আউয়াল (২৪) রুবেল হোসেন (২৭) ও সেলিম হোসেন (৩৭)।

পুলিশ সূত্রে জানা যায়, বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা হরতালের প্রথম দিন গত রোববার সন্ধ্যার পর দূর্বৃত্তরা মোটর সাইকেলে এসে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার ইউসুবপুর এলাকায় চলন্ত ট্রাকে আগুন, রণবাঘা বাসষ্ট্যান্ড এলাকায় খড় বোঝাই ভটভটিতে আগুন ও পৌর শহরের কলেজগেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায়। এই তিনটি ঘটনায় ট্রাক চালক ফয়সাল আলম বাদী হয়ে বিএনপি-জামায়াতের ৮০ জন নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামী করে মামলা করেছেন। পুলিশ এই মামলায় ৮জনকে গ্রেপ্তার করেছে।

Check Also

নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের। বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় সিএনজি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − six =

Contact Us