শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলায় আলু চাষে বাম্পার ফলন হলেও চোখে মুখে চিন্তার ভাঁজ পড়েছে। শুরুতে আলু চাষে বাড়তি খরচ হওয়ায় প্রতি বছরের চেয়ে এবার বিঘা প্রতি প্রায় ৮ হাজার টাকা বেশি খরচ হয়েছে। খরচের তুলনায় দাম অনেকটা কম হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে আলু চাষীরা।
গত বছর আলুর দামবেশি হওয়ায় এবার কৃষকরা লাভের আশায় বেশি করে আলু চাষ করেছিল। ফলন ভালো হলেও লসের হিসাব গুনছে আলু চাষীদের।শেরপুর উপজেলার কৃষি সস্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২ হাজার ৭শহেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত লক্ষ্যমাত্রা ২হাজার ৭শ ৬৫ হেক্টর। লক্ষমাত্রা ছাড়িয়ে এবার বেশি জমিতে বিভিন্ন জাতের আলু চাষ হয়েছে।সরেজমিনে গিয়ে কথা হয় মালিহাটা, বোডেরহাটের, আয়রা, উচড়ং,কেল্লার কৃষকদের সঙ্গে, তারা জানান, গত বছর আলুতে লাভ বেশি হওয়ায় আলুচাষী বেড়ে গেছে।
যার ফলে শুরুতে আলুর বীজ সংকট হওয়াতে বেশি দামে বীজ ক্রয় করে চাষ করা হয়েছে। আলুর জমিতে ভাইরাসের তেমন প্রাদুর্ভাব ছিলনা, ভালো ফলন হয়েছে। কিন্তু দাম না থাকায় গুনতে হচ্ছে লোকশান।বোডের হার্ট এলাকার মোতালেব হোসেন জানান, ৪০ বিঘা আলু জমি চাষ করেছি। এবার প্রতি বিঘা জমিতে গড়ে ৬৫ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে। কিছু জমি থেকে আলু তোলা শুরু করেছি। প্রতি বিঘাতে ৯০ মনথেকে ১২০ আলুর উৎপাদন হচ্ছে। দাম কম হওয়ায় বিক্রয় না করে কোন্ড স্টোরেজে রাখা হচ্ছে।
তবে এবার লাভের চেয়ে লোকশান গুনতে হচ্ছে আমাদের। আলু চাষি শামিম ও শাফি জানান, আমরা দুজনেই ২শ বিঘার বেশি জমি চাষ করেছি। ঢাকায় বিক্রয়ের জন্য অগ্রিম আলু চাষ করেছিলাম। সেগুলো বিক্রয় করা হয়েছে প্রতি বিঘা গড়ে ১৭ হাজার টাকা করে লস হয়েছে। সেই সময় বাজার বিক্রয় করছি ১২ টাকা দলে প্রতি কেজি।আলু চাষী কামাল হোসেন জানান, আমি ১০ বিঘা জমিতে আলু চাষকরেছি। লেট ব্রাইট ভাইরাসে আক্রান্ত হওয়াতে ঘন ঘন কিটনাশক দেওয়া হয়েছে এতে খরচ বেশি হয়েছে। তাছাড়ও বীজ, সার, লেবার সব মিলিয়ে নিজের জমি বিঘা প্রতি ৫০ হাজার টাকার খরচ হয়েছে।
শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার বলেন, কৃষকরা ক্ষতির সম্মুখীন না হন সে জন্য সবসময় পরামর্শ দেওয়া হচ্ছে। এখনও আলু তোলা সম্পূর্ণ হয়নি। বর্তমানে আলুর বাজার কম হলেও আলু তোলা পুরো দমে শুরু হলে কোন্ড স্টোরেজ ও দেশের বিভিন্ন জায়গায় যাবে সে ক্ষেত্রে দাম বাড়তে পারে।

Users Today : 60
Users Yesterday : 230
Users Last 7 days : 1673
Users Last 30 days : 8756
Users This Month : 8126
Users This Year : 8126
Total Users : 529446
Views Today : 125
Views Yesterday : 362
Views Last 7 days : 2757
Views Last 30 days : 15033
Views This Month : 13850
Views This Year : 13850
Total views : 803965
Who's Online : 1