Home / বগুড়ার খবর / শেরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

শেরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ সেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঁচদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার (১৯ নভেম্বর) দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহত দম্পতি হলেন- উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের আব্দুল ওয়াহেদ মাস্টারের ছেলে রাকিবুল হাসান (৩৫) ও তার স্ত্রী মোছা. মীম খাতুন (২৬)।
শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করে জানান, বিগত ১৪ নভেম্বর মঙ্গলবার সকালের দিকে নাস্তা তৈরী করতে রান্না ঘরে যান মিম খাতুন। এসময় চুলার সুইচে চাপ দিতেই হঠাৎ ঘরের মধ্যে আগুন ধরে যায়। এতে মীম খাতুন দগ্ধ হন। একপর্যায়ে তার চিৎকারে পাশের ঘরে থাকা স্বামী রাকিবুল ইসলাম স্ত্রীকে উদ্ধার করতে গেলে তিনিও দগ্ধ হন। পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রæত তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে দেন। কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটায় ঢাকার একটি বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তাদের মৃত্যু হয়।
জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, এই ঘটনায় ঢাকায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Check Also

ধুনটে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব,প্রশাসন নির্বিকার

  ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় কোনভাবেই থামানো যাচ্ছে না ফসলি জমির মাটি কাটার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + eight =

Contact Us