Home / বগুড়ার খবর / শেরপুরে নাইট গার্ডকে বেঁধে দোকানে দুর্র্ধষ চুরি

শেরপুরে নাইট গার্ডকে বেঁধে দোকানে দুর্র্ধষ চুরি

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজার এলাকায় দুই নাইটগার্ডকে বেঁধে রেখে সার-কিটনাশক দোকানে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) ভোর রাত ৪ টার দিকে এই চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে হাজি ট্রোডার্সের সার-কিটনাশকসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
দোকানের মালিক মোখলেছুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার সন্ধ্যায় দোকান তালা দিয়ে বাড়িতে যায়। সকালবেলা বাজার থেকে একজন আমাকে কল দিয়ে জানান ভোররাতে নাইটগার্ডকে বেঁধে রেখে দোকানের তালা কেটে কিটনাশক ও সারসহ অন্যান্য সামগ্রী নিয়ে গেছে যার মূল্য আনুমানিক ১০ লাখ টাকা।
নাইটগার্ড সোহরাব আলী জানান, ভোর ৪ টার দিকে একটি ট্রাক দোকানের সামনে থামায়। তখন আমি এগিয়ে আসলে ১০-১২জন মুখোশধারী লোক আমাকে ধরে ঘরের ভিতরে নিয়ে গিয়ে মুখ, হাত-পা বেঁধে মারধর করে। এ সময় আরেক নাইটগার্ড বাদশা আসলে তাকে তারা বেঁধে রেখে দোকানে মালামাল ট্রাকে তুলে নিয়ে যায়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান,খবর পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।

Check Also

ধুনটে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব,প্রশাসন নির্বিকার

  ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় কোনভাবেই থামানো যাচ্ছে না ফসলি জমির মাটি কাটার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =

Contact Us