শেরপুর নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের ঘোষিত দ্বাদশ নির্বাচনী তফশিলকে স্বাগত জানিয়ে ও বিএনপির ডাকা অবরোধ প্রত্যাখান করে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে শেরপুর উপজেলা আওয়ামী লীগ। ১৬ নভেম্বর বৃহস্পতিবার শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী মুন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শাহ জামাল সিরাজী, আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, আলহাজ্ব সম হাফিজুল ইসলাম, আ.লীগ নেতা আব্দুল ওহাব,নাজমুল আলম খোকন,রবিউর হাসান বাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরোয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন,আবুল কালাম আজাদ,মনিরুজ্জামান জিন্নাহ, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম সিপ্লব, নুরে আলম সানি, শ্রমিকলীগ নেতা কামাল শেখ, কারিমুল ইসলাম, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির ড্যানি, সাকায়েত জামান নিহাল প্রমুখ।
