Home / বিনোদন / আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী তানজিন তিশা?

আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী তানজিন তিশা?

শেরপুর নিউজ ডেস্ক: অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিশার ঘনিষ্টজনরা জানিয়েছেন, গতকাল বুধবার মধ্যরাতে রাজধানীর রাজারবাগে নিজ বাসায় তিনি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে ঘনিষ্টজনরা জানান, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেমের সম্পর্ক আছে। তবে বেশকিছু দিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।
ঘনিষ্টজনরা জানান, ঢাকা মেডিক্যাল থেকে তিশাকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন।
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার সকালে অভিনেতা মুশফিক আর ফারহানকে কয়েকবার কল দেওয়া হয়। তবে তিনি রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা পাঠালেও সাড়া দেননি।

Check Also

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহিয়া মাহি

শেরপুর নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 1 =

Contact Us