Home / বগুড়ার খবর / শেরপুরে বিএনপির সাবেক এমপি সিরাজসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫

শেরপুরে বিএনপির সাবেক এমপি সিরাজসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৫

 

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে পঞ্চমদফা অবরোধের প্রথমদিনে গত বুধবার আওয়ামীলীগ-বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হোসেন আলী বাদি হয়ে বিস্ফোরক ও সরকারিকাজে বাধাপ্রদানের অভিযোগ এনে এই মামলাটি দায়ের করেন।

মামলায় বিএনপির সাবেক এমপি আলহাজ¦ গোলাম মোহাম্মদ সিরাজ, তার ছেলে আসিফ সিরাজ রব্বানী, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পিয়ার হোসেন পিয়ার,আব্দুল হাই সিদ্দিকী হেলাল,আব্দুল মমিন ,শফিকুল ইসলামসহ ৬৭ জনের নাম উল্লেখসহ আরও অনেককে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবু সুফিয়ান এই তথ্য নিশ্চিত করেন। এদিকে এই ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বিএনপির নেতা জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শাহ কাওছার কলিন্স, সদস্য জাহাঙ্গীর আলম জুয়েল, রায়হান কামাল রুপক ও নয়ন মিয়া সুমন।

মামলা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে অবরোধের সমর্থনে উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের হাসপাতাল রোড খেজুরতলা নামক স্থানে পৌঁছালে পুলিশ বাধা দেয়।

এসময় হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের ওপর হামলা চালায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে শেরপুর থানার ওসি বাবু কুমার সাহাসহ পাঁচজন আহত হন। সেইসঙ্গে সাধারণ জনগণের জান-মালের ক্ষতি সাধন করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, বিএনপির অবরোধের সমর্থনে বের হওয়া মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে।

এই ঘটনায় থানায় একটি মামলা নেওয়া হয়েছে। সেইসঙ্গে ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে বগুড়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলায় অভিযুক্ত অন্যান্যকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Check Also

শেরপুরে পৈতৃক জমির উপর সরকারি রাস্তা নির্মাণের অভিযোগ

শেরপুর নিউজ ডেস্ক: পৈতৃক জমির উপর দিয়ে সরকারি রাস্তা নির্মাণ করার অভিযোগ করেছেন বগুড়ার শেরপুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 5 =

Contact Us