Home / বিদেশের খবর / যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, বৈঠক হবে বাইডেনের সঙ্গে

যুক্তরাষ্ট্র যাচ্ছেন শি জিনপিং, বৈঠক হবে বাইডেনের সঙ্গে

শেরপুর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির সানফ্রান্সিসকো শহরে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে বৈঠক করবেন শি। জানা গেছে, ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনের প্রেসিডেন্ট, থাকবেন ১৭ নভেম্বর পর্যন্ত।
ধারণা করা হচ্ছে, বিশ্বের শীর্ষ অর্থনীতি ও প্রতিদ্বন্দ্বী দেশ দুইটির রাষ্ট্রপ্রধানের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হবে, যা সাম্প্রতিক বছরগুলোতে চরমভাবে অবনতি হয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেছেন, সান ফ্রান্সিসকোতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সম্মেলনে যোগ দেওয়ার জন্য শিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বৈঠক হবে।

চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন বৈঠকে দুই নেতা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক গঠনে কৌশলগত, বিস্তৃত, মৌলিক গুরুত্ব এবং বিশ্ব শান্তি ও উন্নয়ন সংক্রান্ত প্রধান বিষয়গুলোর ওপর জোর দেবেন।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক স্থিতিশীল রাখা ও ভুলবোঝাবুঝি দূর করা।

Check Also

এক বিয়েতে খরচ ৬০০ কোটি টাকা!

শেরপুর নিউজ ডেস্ক: প্যারিসের একটি বিয়ে বেশ শোরগোল ফেলে দিয়েছে। ২৬ বছর বয়সি ম্যাডেলাইন ব্রকওয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − four =

Contact Us