ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে বিস্ফোরক আইনের মামলায় জিয়াউর রহমান (৪৪) নামের এক বিএনপির কর্মীকে আটক করেছে শেরপুর থানা পুলিশ। সে বিশালপুর ইউনিয়নের গোয়াল বিশ^া উত্তরপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে গোয়ালবিশ^া উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গত ২০২২ সালে ১৭ নভেম্বর একটি বিস্ফোরক দ্রব্য আইনে শেরপুর থানায় মামলায় হয়। সেই মামলার আসামি ছিলেন জিয়াউর রহমান। বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে মির্জাপুর এলাকা থেকে তাকে আটক করে শেরপুর থানা পুলিশ। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
