Home / রাজনীতি / ‘বিএনপি শূন্য’ করতে মরিয়া সরকার-রিজভী

‘বিএনপি শূন্য’ করতে মরিয়া সরকার-রিজভী

শেরপুর নিউজ ডেস্ক: ‘বিএনপি শূন্য’ করতে সরকার মরিয়া বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ। তিনি বলেছেন, গ্রেপ্তার থামছে না। দেশের জাতীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত, ইউনিয়ন পর্যন্ত গ্রেপ্তারের যে হিড়িক চলছে, যে ধারা চলছে সেটা ভাষায় বলা যাবে না এবং তার সাথে চলছে আক্রমণ, আক্রান্ত হয়ে নিহত হওয়ার ঘটনাও কিন্তু থামছে না।

রবিবার (৫ অক্টোবর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এসব কথা বলেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় ১৭৬ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, বিভিন্ন মামলায় ৫৭৫ জনের বেশি নেতা-কর্মীকে আসামী করা হয়েছে। গত ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে এই পর্যন্ত ৭ হাজার ৭১৩ জন আটক, মোট মামলা হয়েছে ৫০৬টির অধিক, মোট আসামী ৩৮ হাজার ৫৬০ জন, মৃত্যু ১০ জন এবং আহত ৫ হাজার ৭৮০ জন।

Check Also

যার জনপ্রিয়তা আছে সে জিতে আসুক

শেরপুর নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে-এমনটাই চাই। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − one =

Contact Us