শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আকাশ (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে গাড়ীদহ ইউনিয়নের দশমাইল এলাকার শহিদুল ইসলামের ছেলে। শনিবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে তার বাবা শহিদুল ইসলাম। এর আগে শুক্রবার সন্ধ্যায় দশমাইল এলাকায় তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয়রা জানান, আকাশ নেশা করত। ঠিকমত কাজকর্ম করতনা। নেশার টাকার জন্য প্রায় পরিবারের সঙ্গে পারিবারিক কলহ লেগেই থাকত। শুক্রবার বিকেলে আকাশ তার স্ত্রীর কাছে টাকা চায়। স্ত্রী টাকা না দিয়ে আকাশের বাবা-মায়ের কাছে বিষয়টি জানান। তখন বাবা-মা ও স্ত্রী তাকে টাকা না দিয়ে গালিগালাজ করে। সন্ধ্যায় বাড়ির ভেতর কেউ না থাকার সুযোগে তার নিজ ঘরে স্ত্রীর ওরনা দিয়ে সেলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাক মৃত ঘোষনা করে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
