শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ওহাব আলী (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সাথে থাকা লাভলু মিয়া (৪০) নামের এক সহযোগী আহত হয়েছে। নিহত ওহাব আলী বিশালপুর ইউনিয়নের দুবলাই গ্রামের হযরত আলীর ছেলে। আহত লাভলু মিয়া একই এলাকার হাফিজার রহমানের ছেলে।
জানাযায় শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে তারা প্রয়োজনীয় কাজের জন্য ভবানীপুরে যায়। সেখান থেকে কাজ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফেরার পথে ভবানীপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা দুজনে গুরুতর আহত হয়।
