ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য আমিরুল ইসলাম খানের মাতা মোছাঃ নূরজাহান বেগম টগর ২ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি ৪ ছেলে ২ মেয়ে নাতি নাতনি সহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। ৩ নভেম্বর শুক্রবার বাদ আছর ভাটরা গ্ৰামে নিজ বাসভবন চত্বরে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।
