শেরপুর নিউজ ডেস্ক: কোন কিছুতেই আলুর বাজার নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আলুর বাজার নিয়ন্ত্রণে আনার জন্য দফায় দফায় কোল্ডস্টোরেজ মালিক, ব্যবসায়ী, আড়ৎদারদের সাথে মতবিনিময় সভা করে যখন কোন সুফল আসেনি তখন বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম সাফ জানিয়ে দিলেন বগুড়ার প্রতিটি কোল্ডস্টোরেজ মালিককে ১০০ বস্তা করে আলু দিতে হবে। তারা আলু দিতে ব্যর্থ হলে কোল্ডস্টোরেজ সিলগালা করে দেওয়া হবে।
বৃহস্পতিবার (২রা নভেম্বর) বেলা ১১ টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়া’য় কোল্ডস্টোরেজ মালিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, পর্যাপ্ত মজুত থাকার পরও যদি রিজার্ভে হাত দিয়ে ডলার খরচ করে আলু আনতে হয় তবে দেশের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ডলার সংকট দেখা যাবে। শ্রীলংকার আমদানি নির্ভরতার কারণে দেউলিয়া হয়ে গিয়েছিলো। তাই যে পণ্যগুলো আমাদের আছে, বাজার স্থিতিশীল করতে সেই পণ্য আমদানি কেন করবো আমরা।
মতবিনিময় সভায় ডিডিএলজি মোঃ মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মাদ আল মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, কোল্ডস্টোরেজ মালিক আলহাজ আবুল কালাম আজাদ, সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা মমতাজ হক প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বক্তারা আলু উৎপাদন নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যান নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, তাদের পরিসংখ্যান অনুযায়ী ১১ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে, অথচ জেলার ৪১টি কোল্ডস্টোরেজে প্রয়োজন মত আলু সংরক্ষণ করা হয়নি। আলুর উৎপাদন বাড়লেও কেন সংরক্ষণ কম হলো। আবার এত আলু উৎপাদনের মাত্র ৩ মাসের মধ্যে কোথায় গেল। মতবিনিময় সভায় বক্তারা আলুর বাজার নিয়ন্ত্রণে আনতে স্টোরেজ মালিকদের সহায়তা কামনা করেন।
মতবিনিময় সভায় জানান হয়, বগুড়া কোল্ডস্টোরেজে বর্তমানে খাবার আলু সাড়ে ২২ হাজার মেট্রিক টন এবং বীজ আলু সাড়ে ৮১ হাজার মেট্রিক টন মজুত রয়েছে। যে আলু রয়েছে তা নতুন আলু বাজারে আসার আগ পর্যন্ত ভালোভাবে চলবে।