Home / রাজনীতি / বিএনপি নেতা মঈন খানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতা মঈন খানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

 

শেরপুর নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলাপ করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠক শেষে ঢাকায় দেশটির হাইকমিশন ফেসবুক পেজ ও এক্স পোস্টে (সাবেক টুইটার) মঈন খানের সঙ্গে হাইকমিশনার সারাহ কুকের একটি ছবি প্রকাশ করেছে।

বৃহস্পতিবার রাত প্রায় ১০টায় ফেসবুক পেজ ও এক্স পোস্টে বলা হয়, হাইকমিশনার চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আলোচনার জন্য বিএনপি নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। যুক্তরাজ্য বাংলাদেশে সকল পক্ষকে সংযম মেনে চলা ও সহিংসতা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

আগামী জানুয়ারি মাসে হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠানের পরিবেশ তৈরির জন্য একযোগে কাজ করতেও যুক্তরাজ্য একই পোস্টে সকলের প্রতি আহ্বান জানায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে হাইকমিশনারের একটি ছবি যুক্ত করে করা এই পোস্টে বৈঠকটি ঠিক কবে ও কখন হয়েছে তা বলা নেই। তবে সংশ্লিষ্ট একটি কূটনৈতিক সূত্র বৈঠকটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা জানায়।

বিএনপির অন্য নেতাদের মধ্যে আর কে কে বৈঠকে উপস্থিত ছিলেন তা হাইকমিশন বলেনি। এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, দুদিন আগে ব্রিটিশ হাইকমিশনে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। দেড় ঘন্টাব্যাপী বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

Check Also

ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 9 =

Contact Us