Home / দেশের খবর / সব নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে ডেকেছে ইসি

সব নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে ডেকেছে ইসি

শেরপুর নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ইসি কার্যালয়ের সচিব জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ৪ নভেম্বর ৪৪টি দলের সঙ্গে কমিশন বসবে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

ইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সকাল ও বিকেলে ২২টি করে মোট ৪৪টি দলের সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে কমিশন এ সিদ্ধান্ত দিয়েছে। এখন দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের চিঠি দেয়া হবে।

এর আগেও দলগুলোর সঙ্গে সংলাপ করেছে ইসি। তবে সংসদ নির্বাচনের আগে ফের বসতে চায় সংস্থাটি। আগেবারের সংলাপে বিএনপিকে কয়েকবার ডেকেও সাড়া পায়নি ইসি। এবারও বিএনপিকে ডাকা হচ্ছে।

নভেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করে ডিসেম্বরের শেষভাগে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের আয়োজন করতে চায় ইসি।

Check Also

মূল্যস্ফীতি কিছুটা কমেছে

শেরপুর নিউজ ডেস্ক: শাক-সবজি, গরুর মাংসসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম কমার প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে। গত নভেম্বর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 4 =

Contact Us