Home / দেশের খবর / বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ ডিগ্রী দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধুকে ডক্টর অব লজ ডিগ্রী দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

শেরপুর নিউজ ডেস্ক: স্বাধীন বাংলার স্থপতি, জাতির পিতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।‌

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ আর্টিকেল অনুযায়ী এবং সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী, বঙ্গবন্ধুকে এই ডিগ্রি দেয়া হয়। উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান এই ডিগ্রি তুলে দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।

এর আগে রবিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় শোভাযাত্রাসহ প্রধানমন্ত্রী ও সমাবর্তনের প্রধান বক্তা শেখ হাসিনাকে অনুষ্ঠানে বরণ করেন গ্রাজুয়েট ও অ্যালামনাইরা। এরপর জাতীয় সঙ্গীতের পর সভাপতির অনুমতিক্রমে বিশেষ সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

জাতির পিতার অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠ করা হয়। মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এরপর বঙ্গবন্ধুকে নিয়ে প্রামাণ্যচিত্র পরিবেশন করা হয়।

Check Also

ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকায় ৪৬তম শেখ হাসিনা

শেরপুর নিউজ ডেস্ক: মার্কিন সাময়িকী ফোর্বস–এর করা এ বছর বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীর তালিকায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − three =

Contact Us