Home / উন্নয়ন / ইমাম সম্মেলন সোমবার, ৫০ মডেল মসজিদ উদ্বোধন

ইমাম সম্মেলন সোমবার, ৫০ মডেল মসজিদ উদ্বোধন

শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর পূর্বাচলে বাণিজ্যমেলা মাঠে লাখো ইমামের সম্মেলন ঘটাতে যাচ্ছে সরকার। এ সম্মেলনে সশরীরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সেখানে ষষ্ঠ দফায় আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সোমবার (৩০ নভেম্বর) এ সম্মেলন হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে জানা যায়, জাতীয় ইমাম সম্মেলনে সারাদেশ থেকে প্রায় এক লাখ ইমামকে আনা হচ্ছে। সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন মসজিদে নববির ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান। সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের পুরস্কৃত করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ ইমাম সম্মেলনকে বিশেষভাবে দেখছেন অনেকে। তারা বলছেন, সম্মেলনে ভোটের বিষয়ে ইমাম-মুয়াজ্জিনদের দিক নির্দেশনা দেওয়া হতে পারে।

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে, দেশে ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রে শিক্ষকতার সঙ্গে জড়িত প্রায় ৮০ হাজার আলেম-ওলামা। সরকার তাদের প্রতি মাসে সাড়ে ৫ হাজার থেকে ১১ হাজার টাকা পর্যন্ত সম্মানী ভাতা দিয়ে থাকে। এই শিক্ষকেরা ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত। এর বাইরেও কয়েক হাজার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম আছেন। সেই ইমামদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, ‘৩০ অক্টোবর (সোমবার) ইমাম সম্মেলন হবে। সেখান মসজিদে নববির ইমাম আসবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আমরা আশা করছি এক লাখের মতো ইমাম সম্মেলনে আসবেন।

ওই অনুষ্ঠানে ষষ্ঠ দফায় আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হবে জানিয়ে সচিব বলেন, পূর্বাচল ভেন্যু থেকে আমরা দুটি মডেল মসজিদে ভার্চুয়ালি যুক্ত হবো। একটি মডেল মসজিদ পাবনায় ও আরেকটি কুড়িগ্রামে।

Check Also

রেল নেটওয়ার্কে যুক্ত হলো কক্সবাজার

শেরপুর নিউজ ডেস্ক: ট্রেনের জন্য কক্সবাজারবাসীর অপেক্ষাটা দীর্ঘ ৯২ বছরের। অবশেষে অপেক্ষার সেই প্রহর শেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + fifteen =

Contact Us