Home / রাজনীতি / ২৮ অক্টোবর শনিবার ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি

২৮ অক্টোবর শনিবার ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি

শেরপুর নিউজ ডেস্ক: সরকার পতনের একদফা দাবিতে আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

বুধবার (১৮ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, জনসমাবেশের ঘোষণা থেকে সরকার জেনে রাখুন আপনারা আর নেই। বিএনপি ক্ষমতায় যাক এটা আমরা চাই না। আমরা চাই জনগণের অধিকার ভোট দিয়ে প্রয়োগ করে তার প্রতিনিধি নির্বাচিত করুক।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আপনার এখান থেকে চলে গিয়ে বসে থাকবেন না। আপনারা ঘরে ঘরে গিয়ে মানুষকে বার্তা দেন যে মানুষ জেগে উঠেছে। এই জাগরণের মধ্যে দিয়ে এই সরকারের পতন হবে।

এরপর দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

বিএনপির এই শীর্ষ নেতা জানান, আগামী ২৮ অক্টোবর শনিবার ঢাকায় মহাসমাবেশ করবো। ওই সমাবেশ থেকে শুরু হবে সরকার পতনের মহাযাত্রা। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা থেমে থাকবো না।

Check Also

নির্বাচনে এখনো অংশগ্রহণের সুযোগ রয়েছে বিএনপির

শেরপুর নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এখনো অংশগ্রহণের সুযোগ রয়েছে। তারা নির্বাচনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − sixteen =

Contact Us